শনিবার, ২০ নভেম্বর, ২০১০

সহজে ছবি এডিট

Categories:

খুব সহজেই ছবি এডিট করার একটি মজার সফটওয়্যার হচ্ছে সিপ্যাক ইমেজিন প্রো। এ সফটওয়্যারটি দিয়ে যে কেউ ছবির ব্যাকগ্রাউন্ড, কালার, স্ক্রিন ইত্যাদি পরিবর্তন করতে পারবেন। যাঁদের Adobe Photoshop-এ কাজ করার অভিজ্ঞতা নেই এবং ছবি এডিটিং সম্পর্কে কোনো ধারণাই নেই তাঁরাও এ সফটওয়্যার দিয়ে ছবি এডিট করতে পারবেন। সাদাকালো ছবিও রঙিন করা যাবে এ সফটওয়্যারের মাধ্যমে। http://bit.ly/9ZLYXMঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।

Spread The Love, Share Our Article

Related Posts

No Response to "সহজে ছবি এডিট"

একটি মন্তব্য পোস্ট করুন