সোমবার, ২৮ মার্চ, ২০১১

রিপেয়ার করুন নোকিয়া ফোন – বিনামুল্যে, কোনো সারভিসিং বক্স ছাড়াই

যা যা লাগবে -
১) ইন্টারনেট কানেকশানসহ পিসি। অনেকেই সেভেন বা ভিস্তা ব্যাবহার করেন
। যেসব সফ্টওয়ার ব্যাবহার করা হবে, সেগুলো এক্সপিতে ভাল কাজ করে। তাই কাজের
জন্য আলাদাভাবে এক্সপি ইন্সটল করে নিতে পারেন। [উইন্ডোজ সেভেনের Compatibility Mood দিয়ে কাজ না ও হতে পারে।]
২) JAF v1.98 JAF PKEY Emulator v3 20.22MB ডাউনলোড করুন এখান থেকে
৪) navifirm – 71KB ডাউনলোড করুন এখান থেকে
৫) নকিয়া ফোন যার ফার্মওয়ার আপগ্রেড/ডাউনগ্রেড করতে হবে
৬) পিসি-তে কানেক্ট করার জন্য USB কেবল
চলুন কাজ শুরু করে দিই…
১) প্রথমে নকিয়ার সব সফটওয়্যার আনইন্সটল করুন। কারন Nokia PC Suite, Synchronization, Ovi Suite ব্যাকগ্রাউন্ডে কাজ করলে সমস্যা হবে।
এগুলো ভালমতো Close করতে পারলে (System Tray থেকেও) আনইন্সটলের দরকার নাই।
1 রিপেয়ার করুন নোকিয়া ফোন   বিনামুল্যে, কোনো সারভিসিং বক্স ছাড়াই | Techtunes
২) Firmware ডাউনলোড করাঃ  navifirm চালু করুন। ইন্টারনেট কানেকশান on থাকতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করুন। Products কলামে মোবাইলের
মডেল আসবে। আপনার ফোন মডেল সিলেক্ট করুন। কিছুক্ষণ পর পাশে Releases কলামে ভার্সন লিস্ট আসবে, কাঙ্খিতটি সিলেক্ট করুন। কিছুক্ষণ পর পাশে
Variants লিস্ট আসবে, এগুলো বিভিন্ন দেশ, এলাকা ও ভাষা-র Firmware প্রদর্শন করে। যেমন আমার নোকিয়া ৫১৩০ এক্সপ্রেস মিউজিকটি বাংলায়, ও লাল
মডেলের। আমি তাই BENGA-RED সিলেক্ট করেছি। তারপর পাশে Firmware Files এর লিস্ট আসবে। All এ ক্লিক করে ডাউনলোড দিন। এগুলো হল
ফোনের জন্য প্রয়োজনীয় File. ডাউনলোড হয়ে গেলে ফাইল গুলো C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\*
ফোল্ডার এ রাখুন। লক্ষ করুন, আপনি যে মডেলের ফোন সিলেক্ট করবেন, তার কোড দিয়ে ফোল্ডার বানাতে হবে। যেমন নোকিয়া ৫১৩০ এর কোড RM-495, এর
ফাইল C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-495 এ রাখতে হবে। এন৭২ এর কোড RM-180, এর
ফাইল C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-180 এ রাখতে হবে। কাজ না করলে C:\Program
Files\Nokia\Phoenix\Products ফোল্ডার এ ফাইল গুলো রাখুন। navifirm থেকে সহজেই আপনার ফোনের কোড বুঝতে পারবেন।
উপরের টুকু কঠিন লাগলে http://blue-nokia.com/i_flashbb5.html এ যেয়ে মডেল দেখে Firmware ডাউনলোড করতে পারেন। এখানে
Firmware Executable আকারে থাকে, তাই ইন্সটল করা সুবিধা হবে।
2 রিপেয়ার করুন নোকিয়া ফোন   বিনামুল্যে, কোনো সারভিসিং বক্স ছাড়াই | Techtunes
৩) JAF ডাউনলোড করুন। ইন্সটল করার পর Run করবেন না।
৪) JAF PKEY Emulator ডাউনলোড করে Run করুন। ছবির মত করে Go তে ক্লিক করুন।
3 রিপেয়ার করুন নোকিয়া ফোন   বিনামুল্যে, কোনো সারভিসিং বক্স ছাড়াই | Techtunes
JAF Box চালু হবে। ছবির মত Box driver not
installed এরর দিতে পারে।
4 রিপেয়ার করুন নোকিয়া ফোন   বিনামুল্যে, কোনো সারভিসিং বক্স ছাড়াই | Techtunes
ভয় পাবেন না। OK তে ক্লিক করুন। J.A.F. by ODEON নাম এ উইন্ডো আসবে।
5 রিপেয়ার করুন নোকিয়া ফোন   বিনামুল্যে, কোনো সারভিসিং বক্স ছাড়াই | Techtunes
৫) ছবি দেখুন। BB5 Tab এ ক্লিক করুন। এখানে অনেক গুলো অপশন রয়েছে। প্রথমে Manual Flash এ টিক দিন। তারপর Use INI তে টিক দিন। তখন
ছোট্ট একটা উইন্ডো তে নকিয়ার মডেলের লিস্ট আসবে। সেখান থেকে আপনার টা সিলেক্ট করুন।
6 রিপেয়ার করুন নোকিয়া ফোন   বিনামুল্যে, কোনো সারভিসিং বক্স ছাড়াই | Techtunes
দেখবেন MCU, PPM আর CNT এর আইকন তা সবুজ হয়ে
গেছে। Dropdown menu থেকে আপনার প্রয়জনীয় ভাষা ও মডেল সিলেক্ট করুন। ফোন Dead হলে Dead USB তে টিক দিন। Normal Mode আর
Factory Set এ টিক দিলে ইন্সটল শেষে ফোন Factory reset হবে ও Normal mode এ চালু হবে। আগের ভার্সন ইন্সটল করতে চাইলে
Downgrade এ টিক দিন। তবে Downgrade করার সময় সাবধান থাকবেন, Firmware ভাল না হলে ফোন dead হয়ে যাবে।
৬) আল্লাহর নাম নিয়ে Flash বাটন এ ক্লিক করুন। সবকিছু থিক থাকলে ফোন ফ্ল্যাশ হওয়া শুরু হবে। বক্সে এরকম টেক্সট আসবে যা দেখে Progress বুঝতে
পারবেন।
JAF version 1.98.62
Detected PKEY: 9000A653
Card life counter: 99.99%
P-key nokia module version 01.02
USB Cable Driver version: 7.1.17.0
Changing mode…Done!
Searching for JAF saved location of ini…
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-36\
Scanning ini files…
Searching for default location of ini…
Checking path: \Products\RM-36\
Checking path: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-36\
FILES SET FOR FLASHING:
MCU Flash file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-36\rm36_5.050407_b5.c0r
PPM Flash file: C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-36\RM36_5.050407_B5.v30
CNT Flash file: NONE
APE Variant file: NONE
Init usb communication…
………………..
Phone is in flash mode…
CMT blocks: 300, APE blocks: 1022
Erasing cmt…
Processing C:\Program Files\Nokia\Phoenix\Products\RM-36\rm36_5.050407_b5.c0r…
Erasing cmt zone 00000000 – 00509139 … Erase result: 0000
Erasing cmt zone 006A0000 – 006BFFFF … Erase result: 0000
Erasing cmt zone 006DF000 – 006EFFFF … Erase result: 0000
Erasing cmt zone 00700000 – 007EFFFF … Erase result: 0000
………………..
Rebooting…
Finishing APE session…
Finishing CMT session…
Restarting CMT…
Restarting APE…
Pooling phone…
MCUSW: V 04wk47_m_v14
09-02-06
RM-36
(c) Nokia.
APESW: (null)
VariantSW: V 5.04.07-Arabic
15-02-06
RM-36
(c)NOKIA
Prodcode: 0521808
Setting test mode…
Setting FULL FACTORY…
Operation took 16 minutes 1 seconds…
Done!
Done!
৭) Done দেখে বুঝবেন যে সব complete. এখন ফোনটি USB থেকে খুলুন, আর অন করে দেখুন কত সহজেই ফোন ফ্ল্যাশ, লক খোলা যায়।
সতর্কবার্তা
=====

১) কাজ চলাকালে কেব্‌ল টান দিবেন না, এতে ফোন টি মারাত্তক ক্ষতিগ্রস্ত হবে।
২) কাজ চলাকালে পিসি যেন অফ না হয় সেদিকে খেয়াল রাখুন, ল্যাপটপ এ কাজ করলে সুবিধা হবে।
৩) Firmware যেন করাপ্টেড না হয়, তাহলে ফোন চালু হবেনা।
৪) অধৈর্য হবেননা, কাজটি করতে সময় লাগবে, ১০-৩০ মিনিট লাগতে পারে।
৫) সব নিজ দায়িত্বে করবেন। কারো কোনো ক্ষতি হলে আমি  নই। তবে আমি এটা নিজে করে ১০০ ভাগ সফল, অন্যদের ক্ষেত্রে না ও হতে পারে।

রবিবার, ২৭ মার্চ, ২০১১

যেকোন কল (Call)-এর আনলিমিটেড রেকর্ড করুন Best Callrecorder দিয়ে। শুধুমাত্র ‍S60 V3 এবং V5 ভার্সনের সেটগুলোর জন্য। (Updated)

প্রথমে সফট্ওয়ারটি এখানে ক্লিক করে ডাউনলোড করুন এবং আপনার মোবাইলে এটি ইন্সটল করুন।
তারপর এর কিগান টি এখানে ক্লিক করে ডাউনলোড করুন
তারপর কিগানটি আপনার কম্পিউটারে রান করে নিচের মত Please Select An Application বক্সটিতে  Smartphoneware Best callrecorder v1.0 S60V5 সিলেক্ট করুন।

2010 12 03 11 35 43 যেকোন কল (Call) এর আনলিমিটেড রেকর্ড করুন Best Callrecorder দিয়ে। শুধুমাত্র ‍S60 V3 এবং V5 ভার্সনের সেটগুলোর জন্য। (Updated) | Techtunes

2010 12 03 11 31 00 যেকোন কল (Call) এর আনলিমিটেড রেকর্ড করুন Best Callrecorder দিয়ে। শুধুমাত্র ‍S60 V3 এবং V5 ভার্সনের সেটগুলোর জন্য। (Updated) | Techtunes

এখন IMEI বক্সে আপনার সেটের IMEI ও ইমেইল (E-mail) এর জায়গায়  Saiful@bismillah.com বসিয়ে Generate এ ক্লিক করুন। তাহলে Code: নামের বক্সটিতে আপনার কোডটি পেয়ে যাবেন। নিচের মত।

2010 12 03 11 32 05 যেকোন কল (Call) এর আনলিমিটেড রেকর্ড করুন Best Callrecorder দিয়ে। শুধুমাত্র ‍S60 V3 এবং V5 ভার্সনের সেটগুলোর জন্য। (Updated) | Techtunes

2010 12 03 11 33 58 যেকোন কল (Call) এর আনলিমিটেড রেকর্ড করুন Best Callrecorder দিয়ে। শুধুমাত্র ‍S60 V3 এবং V5 ভার্সনের সেটগুলোর জন্য। (Updated) | Techtunes

******************************************************
কোডতো পেয়ে গেলেন
এখন আপনার মোবাইলে সফট্ওয়ারটি ইন্সটল করার পর সফট্ওয়ারটিকে রান করুন। এখন এটি আপনাকে দুইটি অপশন প্রদর্শিত করবে তা হল  Try এবং Register।
Register -এ ক্লিক করুন। এখন নিচের মত একটি উইনডো প্রদর্শিত হবে।

Scr000003 যেকোন কল (Call) এর আনলিমিটেড রেকর্ড করুন Best Callrecorder দিয়ে। শুধুমাত্র ‍S60 V3 এবং V5 ভার্সনের সেটগুলোর জন্য। (Updated) | Techtunes

E-Mail এর জায়গায়ঃ  Saiful@bismillah.com লিখুন।
Code : কিগান থেকে জেনারেট হওয়ার পর যেই কোডটি পেয়েছেন সেটি প্রবেশ করুন।

শনিবার, ২৬ মার্চ, ২০১১

নোকিয়া ফোনের ফ্লাশিং সফটওয়ার- নিজেই হয়ে যান নোকিয়া কেয়ার!!!

আমরা বেশিরভাগই নোকিয়া মোবাইল ফোন ব্যবহার করি এবং বর্তমানে Made By Nokia -ই বেশি। আর এর একটা বড় অসুবিধা হল মঝে মাঝে এতে Install করা firmware টি নষ্ট হয়ে যায়, যে কারণে ফোন হ্যাং হওয়া, Restart হওয়া, Calculator, Music Palyer সহ আরো প্রয়োজনীয় Application হারিয়ে যায়। অবশেষে ফোন একেবারে বন্ধ হয়ে যায়। যা ঠিক করার জন্য আমাদের নোকিয়া কেয়ার বা স্থানীয় ফোন সার্ভিস সেন্টারে যেতে হয়। Warranty থাকলে নোকিয়া কেয়ারে কোন টাকা লাগে না কিন্তু না থাকলে সর্বনিম্ন ৩৫০ টাকা লাগে আবার বাইরে থেকে Flash দিলে মিনিমাম ২০০ টাকা লাগে(তাও আবার জেনুইন Firmware নয়)।
আর একবার Flash দিলে বার বার দেয়া লাগবে না এর কোন নিশ্চয়তা নেই।তাহলে বুঝতেই পারছেন এমন একটা Software আমাদের লাগবে যা দিয়ে আমরা নিজেরাই Flash দিতে পারব।
যাই হোক আমি আপনাদের সেইরকম একটি সফটওয়ার এর কথা বলব যেটি দিয়ে শুধুমাত্র Cable Connection এর মাধ্যমেই আপনার ফোনের Firmware  Install করতে পারবেন, কোন Flashing Board লাগবে না। সফটওয়ারটির নাম Phoenix Service Software। এটি দিয়ে Dead phone(যেটি আর কোনভাবেই চালু হচ্ছে না)ও Flash করতে পারবেন ।
প্রথমে সফটওয়ারটি ডাউনলোড করুন মিডিয়াফায়ার থেকে-http://www.x-drivers.com/catalog/flash/mobile_phones/companies/phoenix/models/phoenix_service_software/17310.html(১৪০ MB)
ডাউনলোড শেষে সফটওয়ারটি Install করুন। আমার ৩১১০ ক্লাসিক সেটের Flash দেয়ার পর্যায়ক্রমিক ধাপ  screenshot-এর মাধ্যমে দেখানো হল-
এভাবে Setup দিন-
১.
ScreenHunter 02 Aug. 31 23.37 নোকিয়া ফোনের ফ্লাশিং সফটওয়ার  নিজেই হয়ে যান নোকিয়া কেয়ার!!! | Techtunes

২.

ScreenHunter 04 Aug. 31 23.401 নোকিয়া ফোনের ফ্লাশিং সফটওয়ার  নিজেই হয়ে যান নোকিয়া কেয়ার!!! | Techtunes

৩. Setup শেষ হলে Software টি Run করান। নিচের মত window আসবে-

ScreenHunter 08 Aug. 31 23.44 নোকিয়া ফোনের ফ্লাশিং সফটওয়ার  নিজেই হয়ে যান নোকিয়া কেয়ার!!! | Techtunes

৪. যে Nokia Mobile টি ফ্লাশ করবেন সেটি  Switch Off করে Data Cable দিয়ে PC’র সাথে কানেক্ট করান। এখন  File Menu থেকে ছবিতে প্রদর্শিত উপায় অনুসরন করুন-

ScreenHunter 09 Aug. 31 23.442 নোকিয়া ফোনের ফ্লাশিং সফটওয়ার  নিজেই হয়ে যান নোকিয়া কেয়ার!!! | Techtunes

৫. আপনার Phone-এর RM জানার জন্য ফোন থেকে ডায়াল করুন *#0000#. এখন আপনার ফোনের সঠিক RM টি সিলেক্ট করুন। আমার ৩১১০’র জন্য RM-237.

ScreenHunter 10 Aug. 31 23.44 নোকিয়া ফোনের ফ্লাশিং সফটওয়ার  নিজেই হয়ে যান নোকিয়া কেয়ার!!! | Techtunes

৬. এবার  File>Manage Connections.. এবং No Connection সিলেক্ট করুন।(বি. দ্র.: আপনাকে অবশ্যই No Connection সিলেক্ট করতেই হবে)। এখন Apply করে  Close করুন।
 ScreenHunter 13 Aug. 31 23.441 নোকিয়া ফোনের ফ্লাশিং সফটওয়ার  নিজেই হয়ে যান নোকিয়া কেয়ার!!! | Techtunes

৭. এবার Firmware ডাউনলোড করার পালা। Tools থেকে Image File Download -এ ক্লিক করুন।

ScreenHunter 18 Aug. 31 23.46 নোকিয়া ফোনের ফ্লাশিং সফটওয়ার  নিজেই হয়ে যান নোকিয়া কেয়ার!!! | Techtunes

৮. এখানে আপনাকে Product Code দিতে হবে। এই কোডের জন্য আপনাকে ফোনের ব্যাটারি রিমুভ করতে হবে। ব্যাটারি স্লটে যেখানে ফোনের মডেল নম্বর থাকে সেখানে সাত ডিজিটের একটা কোড থাকে। এটাই Product Code.

Phone নোকিয়া ফোনের ফ্লাশিং সফটওয়ার  নিজেই হয়ে যান নোকিয়া কেয়ার!!! | Techtunes

৯.Product Code -এ কোডটি লিখুন। Download বাটন এ ক্লিক করুন।

ScreenHunter 19 Aug. 31 23.46 নোকিয়া ফোনের ফ্লাশিং সফটওয়ার  নিজেই হয়ে যান নোকিয়া কেয়ার!!! | Techtunes

১০. Download শেষ হলে Flash দেয়া শুরু করা যাবে। প্রথমে  মেনু বার থেকে Flashing>Firmware Update -এ ক্লিক করুন।

ScreenHunter 14 Aug. 31 23.451 নোকিয়া ফোনের ফ্লাশিং সফটওয়ার  নিজেই হয়ে যান নোকিয়া কেয়ার!!! | Techtunes

১১. নিচের ছবিগুলো অনুসরন করুন-

ScreenHunter 15 Aug. 31 23.45 নোকিয়া ফোনের ফ্লাশিং সফটওয়ার  নিজেই হয়ে যান নোকিয়া কেয়ার!!! | Techtunes

১২.

ScreenHunter 17 Aug. 31 23.45 নোকিয়া ফোনের ফ্লাশিং সফটওয়ার  নিজেই হয়ে যান নোকিয়া কেয়ার!!! | Techtunes

১৩. Dead Phone USB flashing বক্সটি Check করুন। তারপর Refurbish -এ ক্লিক করুন।

ScreenHunter 20 Aug. 31 23.46 নোকিয়া ফোনের ফ্লাশিং সফটওয়ার  নিজেই হয়ে যান নোকিয়া কেয়ার!!! | Techtunes

১৪. এই অবস্থায় Press power button এই message দিলে  ফোনের Power Button একটু চাপ দিয়ে ধরে রাখুন। taskbar এ Found New Hardware দেখালে বাটন ছেড়ে দিন।
এবারে অপেক্ষা করুন। ৭-১০ মিনিটের মধ্যেই Flashing শেষ হয়ে যাবে এবং ফোনটি অন হবে ইনশাল্লাহ।
আবারও চিত্র …

ScreenHunter 22 Aug. 31 23.48 নোকিয়া ফোনের ফ্লাশিং সফটওয়ার  নিজেই হয়ে যান নোকিয়া কেয়ার!!! | Techtunes

ScreenHunter 31 Aug. 31 23.54 নোকিয়া ফোনের ফ্লাশিং সফটওয়ার  নিজেই হয়ে যান নোকিয়া কেয়ার!!! | Techtunes

Flash দেয়া তো শেষ হল কিন্তু ভবিষ্যতে যদি আবারও Flashing -এর প্রয়োজন হয় তখন … বার বার Firmware Download না করে আমরা Firmware ফাইল টি  Save করে নেব। কিভাবে? C ড্রাইভের Program Files>Nokia>Phoenix. এখান থেকে Products ফাইলটি কপি করে আপনার ইচ্ছামত জায়গায় সেভ করুন। পরে যখন দরকার হবে তখন আবার ঐ ফাইলটি Phoenix-এর মধ্যে রাখলেই হবে। তখন আর Download করা লাগবে না।আবারও চিত্র…

Untitled 1 নোকিয়া ফোনের ফ্লাশিং সফটওয়ার  নিজেই হয়ে যান নোকিয়া কেয়ার!!! | Techtunes