সোমবার, ২৮ মার্চ, ২০১১

রিপেয়ার করুন নোকিয়া ফোন – বিনামুল্যে, কোনো সারভিসিং বক্স ছাড়াই

যা যা লাগবে - ১) ইন্টারনেট কানেকশানসহ পিসি। অনেকেই সেভেন বা ভিস্তা ব্যাবহার করেন । যেসব সফ্টওয়ার ব্যাবহার করা হবে, সেগুলো এক্সপিতে ভাল কাজ করে। তাই কাজের জন্য আলাদাভাবে এক্সপি ইন্সটল করে নিতে পারেন। [উইন্ডোজ সেভেনের Compatibility Mood দিয়ে কাজ না ও হতে পারে।] ২) JAF v1.98 ও JAF PKEY Emulator v3 20.22MB ডাউনলোড করুন এখান থেকে ৪) navifirm – 71KB ডাউনলোড করুন এখান থেকে ৫) নকিয়া ফোন...

রবিবার, ২৭ মার্চ, ২০১১

যেকোন কল (Call)-এর আনলিমিটেড রেকর্ড করুন Best Callrecorder দিয়ে। শুধুমাত্র ‍S60 V3 এবং V5 ভার্সনের সেটগুলোর জন্য। (Updated)

প্রথমে সফট্ওয়ারটি এখানে ক্লিক করে ডাউনলোড করুন এবং আপনার মোবাইলে এটি ইন্সটল করুন। তারপর এর কিগান টি এখানে ক্লিক করে ডাউনলোড করুন তারপর কিগানটি আপনার কম্পিউটারে রান করে নিচের মত Please Select An Application বক্সটিতে  Smartphoneware Best callrecorder v1.0 S60V5 সিলেক্ট করুন। এখন IMEI বক্সে আপনার সেটের IMEI ও ইমেইল (E-mail) এর জায়গায়  Saiful@bismillah.com বসিয়ে Generate...

শনিবার, ২৬ মার্চ, ২০১১

নোকিয়া ফোনের ফ্লাশিং সফটওয়ার- নিজেই হয়ে যান নোকিয়া কেয়ার!!!

আমরা বেশিরভাগই নোকিয়া মোবাইল ফোন ব্যবহার করি এবং বর্তমানে Made By Nokia -ই বেশি। আর এর একটা বড় অসুবিধা হল মঝে মাঝে এতে Install করা firmware টি নষ্ট হয়ে যায়, যে কারণে ফোন হ্যাং হওয়া, Restart হওয়া, Calculator, Music Palyer সহ আরো প্রয়োজনীয় Application হারিয়ে যায়। অবশেষে ফোন একেবারে বন্ধ হয়ে যায়। যা ঠিক করার জন্য আমাদের নোকিয়া কেয়ার বা স্থানীয় ফোন সার্ভিস সেন্টারে যেতে হয়। Warranty...