১। প্রখমে এই কাজটি করার জন্য আপনাকে একটি USBMultiboot10.zip সফটওয়ার ডাউনলোড করতে হবে। এই ঠানায়
২। ডাউনলোড করার পর ফাইলটিকে আনজিপ করুন।
৩। আনজিপ করার পর "USB-Multiboot_10" নামে একটি ফাইল তৈরি হবে।
৪। এবার আপনার পেনড্রাইভটি কানেক্ট করুন। তবে আপনার পেনড্রাইভটি সর্বনিম্ন ‘১ জিবি’ হতে হতে হবে।
৫।তবে এটা খেয়াল রাখবেন পেনড্রাইভ এর সকল ডাটা যেন সংরক্ষীত থাকে। কারণ এ সময় পেড্রাইভটি ফরমেট হয়ে যাবে।
৬। এবার USB_Multiboot_10.cmd from USB_multiboot_10 ফোল্ডারাটি ওপেন করুন।
৭। তারপর Press any key to Continue. এমন একটি মেসেজ আসবে। এসময় কি বোডের য়ে কোনো একটি কি চাপুন।
৮। তারপর From Enter your choice : আসবে তখনি P চেপে ENTER করুন।
৯। এ সময় পেনড্রাইভ এর ফরমেট অপসান দেখাবে এবং পেনড্রাইভটি ফরমেট করুন।
১০। এবার আপনি আপনার XP CD সিডি রমে লোড করুন।
১১। Type 1 and press ENTER in Enter your choice
১২ XP CD installation Disk দেখা যাবে।
১৩ যখন unattended install option appear করবে তখন YES করতে হবে।
• এর পর নিচের তথ্য গুলো পুরণ করুন। এবং OK করুণ।
• Owner Name = emdadblog (Your Name)
• Organization Name = Emdadblog(Your Name)
• Product Key = XXXXX-XXXXX-XXXXX-XXXXX-XXXXX(your Xp serial Key)
• Computer Name = Emdadblog(your computer name)
• Administrator Password = XXXX(Your password)
• Time Zone = Your time zone
• Workgroup Name = Emdadblog(Your name)
• User Name = Emdadblog(Your name)
এবার OK করুন।
• Type 2 and press ENTER in choice 2
• এবার আপনার পেনড্রাইভ লোকেসান দেখা যাবে।
• Type 3 and press enter
• এবার বুথ এবল পেনড্রাইভ তৈরির কাজ শুরু হবে।
বিশেষ দ্রষ্টব্য: বুথ এবল পেনড্রাইভ করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে যে পেনড্রাইভটি যেন USB থেকে বিচ্ছিন্ন না হয়। বিচ্ছিন্ন হলে কাজটি সফল হবে না।
*ইনস্টল এর সময় আনেক কম্পিউটার এ একটা ইরোর আসে সেটা হল: hall.dll। এই সময় pen drive choose "2.and 3. Continue with GUI mode setup Widnows XP + Start XP from HD 1" from boot menu option এবং ENTER করতে হয়।
সুত্র monpura63
No Response to "আপনার পেনড্রাইভ থেকে সেটআপ দিন windows XP"
একটি মন্তব্য পোস্ট করুন