তবে বিকল্প হিসেবে বিভিন্ন ছোট ছোট পিডিএফ রিডার, পিডিএফ ক্রিয়েটরও ভালো। এমনই একটি পিডিএফ রিডার ও ক্রিয়েটর হচ্ছে নিটরো পিডিএফ রিডার।
এটি দিয়ে পিডিএফ পড়াসহ যেকোনো ডকুমেন্ট বা ওয়েব পাতাকে পিডিএফ তৈরি করা এবং পিডিএফ ডকুমেন্টে লেখা বা ডিজিটাল স্বাক্ষর সংযোজন করা যাবে।
মাইক্রোসফট অফিস-২০০৭-এর গ্রাফিক্যাল আদলে তৈরি করা বিনামূল্যে সফটওয়্যারটি www.nitroreader.com থেকে নামানো (ডাউনলোড) যাবে, যা উইন্ডোজের সব সংস্করণে চলবে।
No Response to "নিটরো পিডিএফ রিডার"
একটি মন্তব্য পোস্ট করুন