শনিবার, ২০ নভেম্বর, ২০১০

ভাইরাস স্ক্যানের নামে তথ্য চুরি

Categories:

অনলাইনে বিনা মূল্যে ভাইরাস স্ক্যান করার প্রলোভন দিয়ে কম্পিউটার ব্যবহারকারীদের তথ্য চুরি করে নিচ্ছে হ্যাকাররা, জানিয়েছে যুক্তরাজ্যের গেট সেইফ অনলাইন। গেট সেইফ ইন্টারনেট ব্যবহারকারীদের নিরাপত্তা বিষয়ে কাজ করে। গেট সেইফের মতে, অনেক ইন্টারনেট ব্যবহারকারীই বিভিন্ন ওয়েবসাইটে কম্পিউটার স্ক্যান মেসেজ অপশনে ক্লিক করে নিজের কম্পিউটার স্ক্যান করিয়ে নেয়। কিন্তু হ্যাকাররা এ ধরনের মেসেজের মাধ্যমে ব্যবহারকারীদের কম্পিউটার স্ক্যানের পরিবর্তে কম্পিউটারে থাকা সব তথ্য চুরি করে নিয়ে যাচ্ছে। গেট সেইফ অনলাইনের প্রধান নির্বাহী টনি নেট জানান, যুক্তরাজ্যের প্রায় অর্ধেক ইন্টারনেট ব্যবহারকারী এ ধরনের ভুয়া সফটওয়্যারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
গুগলও জানিয়েছে, বর্তমানে বিভিন্ন সাইটের মাধ্যমে কম্পিউটারে ছড়িয়ে পড়ছে ভুয়া সফটওয়্যার। সফটওয়্যারগুলো খুব সূক্ষ্মভাবে কম্পিউটারের ক্ষতি করে। ওয়েবসাইটের পপ-আপ মেসেজের মাধ্যমেও ছড়াচ্ছে এ ভুয়া সফটওয়্যার।
 সূত্র : বিবিসি

Spread The Love, Share Our Article

Related Posts

No Response to "ভাইরাস স্ক্যানের নামে তথ্য চুরি"

একটি মন্তব্য পোস্ট করুন