সম্প্রতি এত ব্যাপকহারে চীনা প্রযুক্তির সেটে বাজার সয়লাব হয়েছে যে কোনো সেট আসল না নকল তা চেনাই দুষ্কর হয়ে পড়েছে। নামিদামি বিভিন্ন সেটের আদলে তৈরি এসব নিম্নমানের সেট দেখতে হুবহু একই। মোবাইল সেট সম্পর্কে ভালো ধারণা না থাকলে আপনি দেখে চিনতেই পারবেন না সেটটি আসল না নকল। তবে আপনি চাইলে আপনার সেটটি অরিজিনাল কি না তা খুব সহজেই পরীক্ষা করে নিতে পারেন।
প্রথমে আপনার মোবাইলে *#০৬# চেপে IMEI (International Mobile Equipment Identity) নম্বরটি বের করুন। অথবা আপনি ব্যাটারি খুলে সেটের গায়ে সংযুক্ত লেবেলেও নম্বরটি দেখতে পাবেন। এটি একটি ১৫ ডিজিটের ইউনিক নম্বর।
http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinrx-কে প্রবেশ করে ১৫ ডিজিটের IMEI নম্বরটি টাইপ করুন এবং জেনে নিন আপনার সেটের বিস্তারিত তথ্য।
Spread The Love, Share Our Article
No Response to "আপনার ব্যবহৃত মোবাইল সেটটি কি আসল?"
একটি মন্তব্য পোস্ট করুন