সোমবার, ২২ নভেম্বর, ২০১০

উইন্ডোজ আপডেটিং সমস্যা

Categories:

উইন্ডোজ অপারেটিং সিস্টেম চোরাই হলে আপডেট দিলেই মাইক্রোসফট তা বুঝতে পারবে এবং নিয়মিত একটি ম্যাসেজ পাবেন যে, আপনার অপারেটিং সিস্টেমটি নকল। উইন্ডোজ এক্সপি, ভিসতা এবং সেভেনে অটোমেটিক আপডেটিং একটি গুরুত্বপূর্ণ ফিচার। এর মাধ্যমে উইন্ডোজ নিজে থেকে ইন্টারনেট থেকে আপনার অপারেটিং সিস্টেম, এ্যাপিস্নকেশন ও হার্ডওয়্যারের জন্য প্রয়োজনীয় আপডেট ডাউনলোড করে থাকে। পাশাপাশি সিকিউরিটি সিস্টেমও আপডেট হয় এভাবে। অপারেটিং সিস্টেম আপডেট থাকলে বিভিন্ন এপিস্নকেশন ও হার্ডওয়্যার নিরবিচ্ছিন্নভাবে কাজ করে। তবে অনেক সময় আপডেট আপনার পিসির স্ট্যাবিলিটি নষ্ট করে দিতে পারে। কিভাবে বুঝবেন ? যেমন আপডেট করে পিসি রিস্টার্ট করার পর এরর মেসেজ, পিসি সেস্না হয়ে যাওয়া, হ্যাং করা ইত্যাদি। তখন প্রয়োজন পড়বে সামপ্রতিক আপডেটটি ডিলিট করে ফেলার। এবার আসুন দেখে নিই আপডেট কিভাবে আনইন্সটল করবেন। সব অপারেটিং সিস্টেম এর নিয়ম প্রায় একই। উইন্ডোজ ভিসতাতে আপডেট করার পদ্ধতি ধাপে ধাপে দেখুন।
০০ কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রামস এন্ড ফিচারস এ যান।
০০ বাম পাশের টাস্ক মেনু থেকে ভিউ ইন্সটলড আপডেটস-এ ক্লিক করুন।
০০ এখানে যে সমস্ত আপডেট ডাউনলোড করেছেন তার লিস্ট থেকে প্রয়োজনীয় আপডেটটি সিলেক্ট করে রিমুভ করুন। কোন আপডেট কবে ইন্সটল করেছেন তা দেখে সহজেই লেটেস্ট আপডেট কোনটি তা বুঝতে পারবেন।
০০ অথবা কন্ট্রোল প্যানেল>উইন্ডোজ আপডেট-এ গিয়ে ভিউ আপডেট হিস্টরিতে যান। সেখান থেকে ইন্সটলড আপডেট-এ ক্লিক করেও কাজটি করতে পারেন।
সুত্র: ইত্তেফাক

Spread The Love, Share Our Article

Related Posts

No Response to "উইন্ডোজ আপডেটিং সমস্যা"

একটি মন্তব্য পোস্ট করুন