বুধবার, ১৭ আগস্ট, ২০১১

মডেম কাজ করছে না?? ভয় নেই ,এবার কাজ করবে আপনার মডেম

Categories:

প্রথমেই প্রাণঢালা শুভেচ্ছা সবাইকে।
আমি অনেক দিন সময়ের অভাবে কোন লিখা লিখি করতে পারছিনা।আজ আমি আপনাদের কে মডেম বিষয়ে একটি ছোট্ট টিপস দিব।আশা করি কাজে লাগবে।
আমরা অনেকেই আমাদের মডেম নিয়ে সমস্যাই পড়ি।অনেক সময় এটি ইন্সটল করার পর ও সঠিকভাবে কাজ করতে চায় না।তখন মনে হয় মাথার চুল ছিড়ে ফিলি।ভয় নেই।আর মাথার চুল ছিড়তে হবে না।এবার আপনার মডেম ঠিক ই আপনার কথা শুনবে ।নিচের নির্দেশনা অনুসরন করুনঃ
১। প্রথমেই start থেকে run কমান্ড এ যান এবং লিখুন regedit.
২। এরপর HKEY_LOCAL_MACHINE এ ক্লিক করুন।
৩। এরপর system এ ক্লিক করুন
৪। এরপর currentcontrolset এ ক্লিক করে service এ ক্লিক করুন
৫। এরপর modem এ ক্লিক করে parameter এ ক্লিক করুন
৬। ডান দিকে default এ ক্লিক করে Value 1 করে দিন।
ok করে বের হয়ে আসুন।ব্যাস কাজ শেষ ,এরপর থেকে আপনাকে আর মডেম ঝামেলায় পড়তে হবে না।
ভালো থাকবেন।

Spread The Love, Share Our Article

Related Posts

No Response to "মডেম কাজ করছে না?? ভয় নেই ,এবার কাজ করবে আপনার মডেম"

একটি মন্তব্য পোস্ট করুন