আশা করি মহান আল্লাহতায়ালার রহমতে আপনারা ভালো আছেন । আর ৫/৬ দিন পর ঈদুল ফিতর,সকলে যানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমি আজ আপনাদের সাথে MP3 To Ringtone Gold 8.7 Full এই সফটওয়্যার টি শেয়ার করব। আমি মনেহয় গত ২ বছর ধরে এই সফটওয়্যার টি ব্যাবহার করছি । আমরা অনেকেই দোকান থেকে অডিও গানর সিডি কিনে থকি। mp3 তে অনেক গান থাকে কিন্তু অডিও তে থাকে ৯-১৫/ ১৬ টা গানের মতন। আপনারা এই রকম একটা গানের সিডি এনে পিসিতে কপি করার চেষ্টা করুন সফটওয়্যার ছাড়া দেখবেন mp3 যেমন আমরা কপি করে রাখতে পারি তা কিন্তু পারব না, আমি নিজেও পিসি কিনার পড় কপি করতে গিয়ে পারিনি । তার পর আমাকে এই সফটওয়্যার টা দিয়ে আমার এক ভাই কপি করে দেখায় । এটা দিয়ে আপনি আরও আপনার গান গুল সাইজে ছোট করে ফেলতে পারবেন। মোবাইলে কম মেগায় বেশি গান উপলোড করতে এর থেকে ভালো কোন সফটওয়্যার আছে কি না তা আমার যানা নেই। আমার পিসিতে এটা দিয়ে এখনও কনবাট করা ২৯৬ টা গান আছে যার সাইজ মাত্র ৩১২ মেগা
৫ এ গান ছোট হচ্ছে, ৬ নং এ গান ছোট হয়ে শেষ হবার পর আমার নির্দিষ্ট করা যায়গায় চলে এসেছে ৭ এ ৫ মেগার গান ১.১৯ মেগায় পরিণত হয়েছে
এ ছাড়া আরও অন্য কিছু কাজ ও করতে পারবেন সফটওয়্যার টি দ্বারা
প্রথমে আপনাদের দেখাই কিভাবে গান ছোট করবেন মেগায়
প্রথমে Big mp3 to Small এ যান
এর পর Add এ ক্লিক করুণ ২ নাম্বারের মত একটি উইন্ডো আসবে আমি ফেসবুক প্রেম গানটি ছোট করার জন্য নিয়েছি । এর পর open এ ক্লিক করুণ
এবার আপনি ৩ নাম্বারে ক্লিক করে কথায় রাখতে চান তা নির্বাচন করুণ । আমি যেহেতু ১ টি গান নিয়েছি তাই আমি convert single এ ক্লিক করেছি । আপনারা একাধিক গান নিলে all এ ক্লিক করে একসাথে সব গুলা ছোট করতে পাড়েন , তবে একসাথে ১২/১৪ টার উপর গান না নিলেই ভালো হয়।
অডিও সিডি থেকে পিসিতে কপি-
০ তে সিডি এর ড্রাইভ ১ এ আমার সিডি তে একটি গান তাই আমি ওই টায় টিক দিয়েছি আপনার জত গুল গান সব গুলায় টিক দিন ২ এ গান রিপ করা শুরু করুণ ৩ এ দেখানো গান জমা হচ্ছে
এ ছাড়া আরও অন্য কিছু কাজ ও করতে পারবেন সফটওয়্যার টি দ্বারা
৬.২৩ মেগার সফটওয়্যার টি নিছের লিঙ্ক থেকে নামান
No Response to "রিং টুন ম্যাকার softwaer"
একটি মন্তব্য পোস্ট করুন