বুধবার, ১৭ আগস্ট, ২০১১

মোবাইল থেকে Facebook এ সহজে Photo Upload করার উপায়।

Categories:

     
কোন ভুমিকা ছাড়াই আমি কাজের কথাই আসছি।
আমি গত দিন টিউনকরছিলাম কিভাবে কম্পিউটার থেকে ফেসবুকে ছবি আপলোড করার সহজ উপায় আর আজকে আমি শেয়ার করবো কিভাবে মোবাইল থেকে ফেসবুকে সহজে ছবি আপলোড করা যায়। আর বক বক না করে মূল আলোচনায় আসি।
প্রথমে http://www.mediafire.com/file/8xf7l2750gsuri7/facebookup_5jhhfn4y.rar এই সাইট থেকে এপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। তার পর আনজিপ করে নিন। এপ্লিকেশন টি ডাউলোড করতে গেলে password প্রয়োজন হইবে আর Password হচ্ছে: asad
১.

এখান থেকে উপরের চিত্র অনুযায়ী এটি সেটাপ দিন।
২.

তার পর মোবাইলের ডিফল্ট ব্রাউজার থেকে ফেসবুকে লগইন করুন এবং মোবাইলের লাল বাটনটি চেপে এটি মিনিমাইজ করে দিন।
৩.
http://www.mediafire.com/imgbnc.php/3fee94bfe876c038b8d989f758fed72e4d5fdf496c0159077f0832f6f16443e76g.jpg
এবার মোবাইলের গ্যালারী থেকে ছবি বাহির করি এবং পছন্দমোত ছবি মার্ক করে সেখান থেকে Send বাটনে ক্লিক করুন।
৪.

তার পর সেখান থেকে Upload এ ক্লিক করুন।
৫.

এখান থেকে add new account এ ক্লিক করুন এবং নিজে নিজেই একটি account তৈরি হয়ে যাবে।
৬.

তার পর Facebook সিলেক্ট করুন এবং ok করুন।
৭.

চাইলে এখান থেকে আপনি আপনার ছবিগুলোর টাইটেল চেন্জ করতে পারেন।
৮.
 
সব শেষে দেখুন ফেসবুকে ছবি আপলোড হয়ে গেছে।
ধন্যবাদ সবাইকে
এই এপ্লিকেশন টি মুলোত Symbian  S60 3rd edition মোবাইলের জন্য প্রযোজ্য।

Spread The Love, Share Our Article

Related Posts

No Response to "মোবাইল থেকে Facebook এ সহজে Photo Upload করার উপায়।"

একটি মন্তব্য পোস্ট করুন