মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০১০

নেটের ব্রাউজিং স্পিড বৃদ্ধি করুন

Categories:

এর জন্য প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করে রানে যান এবং টাইপ করুন regedit, তারপর ড়শ-তে ক্লিক করুন রেজিস্ট্রি এডিটর চালু হবে। এবার খোঁজুন HKEY_LOCAL_MACHINE.
এরপর যান software, তারপর microsoft. এরপর windows-এ যান। এরপর current version-এ যান। এখান থেকে explorer-এ যান। তারপর remote computer-এ যান। namespace key-তে। এবার দেখুন এই namespace শবু-এর মধ্যে দুটি ভ্যালু আছে। প্রথমটি ‘{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}’ যা remote computer-এর সঙ্গে প্রিন্টার শেয়ারিংয়ের জন্য ব্যবহৃত হয়। দ্বিতীয়টি ‘{D6277990-4C6A-11cf-8D87-00AA0060F5BF}’ এই কী বলে যে শিডিউল রিমোট টাস্ক। ২য় ভ্যালুটি ডিলিট করুন। দেখবেন ইন্টারনেটের ব্রাউজিং স্পিড আগের চেয়ে বেড়েছে। আপনার যদি প্রিন্টার শেয়ারিং করার প্রয়োজন না হয় তাহলে প্রথম ভ্যালুটি ডিলিট করে দিন, তাহলে আরও স্পিড বাড়বে। আর ভ্যালু দুটি ডিলিট করার আগে export করে নিন। যখন প্রয়োজন পড়বে তখন আবার import করে নিবেন রেজিস্ট্রিতে। পুরো প্রসেস হবে এরকম :
HKEY_LOCAL_MACHINE>Software>Microsoft>Windows>CurrentVersion>Explorer>remote computer>NameSpace>delete the seconed value.

Spread The Love, Share Our Article

Related Posts

No Response to "নেটের ব্রাউজিং স্পিড বৃদ্ধি করুন"

একটি মন্তব্য পোস্ট করুন