বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০১০

চেক করুন আপনার কম্পিউটারের সমস্যা

Categories:

পিসি ইউজ করলে তো সমস্যা হবেই। তো আপনি নিশ্চয়ই চাইবেন না, আপনার পিসির স্পিড কমে যাক। তাই বলছি, আপনি এটা করে দেখেন আর পিসির সমস্যা কী কী তা নিরূপণ করুন।
১. আপনার যদি রান ক্লিনার ইনস্টল করা থাকে, তবে তা ওপেন করে issue-তে গিয়ে scan issue ক্লিক করে দেন। যদি সমস্যা থাকে দেখবেন কতগুলো চলে আসছে। এরপর fix selected issue-fix selected issue-no-close করুন। দেখবেন সব ডিলিট হয়ে আপনার পিসি ফার্স্ট হয়ে গেছে। আর যদি সমস্যা না থাকে তবে scan issue করে কোনো কিছু আসবে না। এ কাজটি মাঝে-মধ্যে করুন আর পিসি ঠিক রাখুন।
২. উইন্ডোজের সমস্যা চেক করার জন্য start-run এ গিয়ে drwtsn32 লিখে দেন এবং অডিও সিলেকশন ছাড়া বাকি সব সিলেক্ট করে দেন। সমস্যা থাকলে অটোমেটিক্যালি দেখতে পাবেন, তখন পষবধত্ করে দিলেই হবে। আপনার দামি পিসি সেটটি বাঁচানোর জন্য এতটুকু মনে হয় আপনি করতে চাইবেন। কি, চাইবেন না?
সুত্র: আমার দেশ

Spread The Love, Share Our Article

Related Posts

No Response to "চেক করুন আপনার কম্পিউটারের সমস্যা"

একটি মন্তব্য পোস্ট করুন