শনিবার, ৭ মে, ২০১১

কোন software ছাড়াই CD write করবেন নাকি?

আমরা সাধারনত Nero  দিয়ে CD write করে থাকি কিন্তু  তাতে PC তে CD বা DVD writer  থাকতে হবে। যাদের PC তে CD বা DVD writer নেই তাই বলে কি তারা CD write করবে না? যাদের CD বা DVD writer নেই এবং CD বা DVD writer ছাড়া CD বা DVD write করতে জানেন না তাদের জন্য এই টিপস। এবার কাজের কথায় আসা যাক। · কোন Re-Writable disc বা  Re-cordable (CD-R) CD  disc drive এ ঢ়ুকান। · ...

U.S.B ডিভাইসের মাধ্যমে হিরেনবুট সিডি বুট করার পদ্ধতি শিখে রাখুন।

আমি সুইট । এটি আমার প্রথম টিউন। ভুল ত্রুটি ক্ষামা করবেন।  আমি পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটের শেষ বর্ষের একজন ছাএ।সাহায্য বিভাগে একজনের সাহায্যের আবেদন দেখে টিউনটি করতে বসলাম। এই টিউনের মাধ্যমে আরও অনেকের উপকার হবে।বিদ্রঃ আগেই বলেনিচ্ছি আমি হিরেনবুট সিডির ওয়েব সাইট থেকে এটি সিখেছি। এবং বাস্তবে নিজে করেছি।প্রথমেই এই লিংক থেকে(http://download696.mediafire.com/vprt3mnwi1ig/664keazj0bau5fu/usb+booting+file.rar)...

জীবন্ত করে তুলুন আপনার ডেস্কটপ ওয়ালপেপার

সকল টেকিকে সালাম।একঘেয়ে ডেক্সটপ দেখে দেখে যারা বিরক্ত তাদের জন্য আমার এই পোস্ট।প্রানবন্ত করে তুলুন আপনার ডেস্কটপ,দিন ওয়াটার ইফেক্ট সাথে ঢেউ আর বৃষ্টির ইফেক্ট এবং এ সব কিছুই ১.১৯ মেগাবাইটের একটিমাত্র সফটওয়ার এর সাহায্যে।নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে ইন্সটল করুন।এরপর সাথে দেয়া সিরিয়াল কী দিয়ে ফুল ভার্সন করে নিন।আশাকরি সবার ভাল লাগবে।বরাবরের মত রিপোস্ট হলে ক্ষমাপ্রার্থি।সবাই সুস্থ...

কোন প্লেয়ার ছাড়া গান শুনুন ও ভিডিও দেখুন

প্রথমে  এখান থেকে ডাউনলোড করুন এর ফাইলটি আনজিপ করুন (WinRar দিয়ে)। আনজিপ করার পর AudioVideo_To_Exe উপর ডাবল কিল্ক করলে রান হবে এবং Continue কিল্ক করুন তারপর Audio-Video_To_Exe রান হবে। File থেকে Open করে আপনার পছন্দের গান বা ভিডিও সিলেক্ট করে দিন। Converter থেকে Create.exe সিলেক্ট করলে একটি মেনু আসবে সেখান থেকে Regular সিলেক্ট করা অবস্থায় ok বাটনে কিল্ক করলে আপনার গান বা...

বৃহস্পতিবার, ৫ মে, ২০১১

আমি আজ যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হয়ত অনেকেরই জানা। কিন্তু যারা জানেন না আশা করি তারা উপকৃত হবেন। অনেক সময় হয়তো আমাদের উইন্ডোজ এক্সপি এর প্রডাক্ট কী সাথে থাকে না বা মুখস্থ থাকে না। তখন ওএস সেটাপ দিতে গেলে আমাদের অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তবে আপনি চাইলে খুব সহজেই উইন্ডোজের সিডি থেকে সিরিয়াল কি বের করতে পারেন। এর জন্য আপনাকে যা যা করতে হবেঃ ১। প্রথমে পিসিতে Windows...