শনিবার, ৭ মে, ২০১১

কোন software ছাড়াই CD write করবেন নাকি?

আমরা সাধারনত Nero  দিয়ে CD write করে থাকি কিন্তু  তাতে PC তে CD বা DVD writer  থাকতে হবে। যাদের PC তে CD বা DVD writer নেই তাই বলে কি তারা CD write করবে না?
যাদের CD বা DVD writer নেই এবং CD বা DVD writer ছাড়া CD বা DVD write করতে জানেন না তাদের জন্য এই টিপস।
এবার কাজের কথায় আসা যাক।
· কোন Re-Writable disc বা  Re-cordable (CD-R) CD  disc drive এ ঢ়ুকান।
·  “My Computer" menu তে double-click করুন।
· যে সকল  files or folders  dis এ copy করতে চান তা বাছাই করে    "Ctrl-c" চেপে ধরুন।
· আপনার  CD-ROM এ যান এবং  press করুন "Ctrl-V" . দেখবেন files or folders ‍ুবগপটজেট দেখা যাচ্ছে।

বাম থেকে "Write these files to CD" বাছাই করুন।

"CD Writing Wizard" windows এ নাম আসবে । আপনি চাইলে তা  Change করুন তারপর চাপুন  "Next" button.
"CD Writing Wizard"  compact disk এ write করতে শুরু করবে।
·  write শেষে wizard টি vanishহবে ।
এবং  CD-Rom  eject বা বের হবে।

U.S.B ডিভাইসের মাধ্যমে হিরেনবুট সিডি বুট করার পদ্ধতি শিখে রাখুন।


pendrive1 U.S.B ডিভাইসের মাধ্যমে হিরেনবুট সিডি বুট করার পদ্ধতি শিখে রাখুন। | Techtunes

আমি সুইট । এটি আমার প্রথম টিউন। ভুল ত্রুটি ক্ষামা করবেন।  আমি পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটের শেষ বর্ষের একজন ছাএ।
সাহায্য বিভাগে একজনের সাহায্যের আবেদন দেখে টিউনটি করতে বসলাম। এই টিউনের মাধ্যমে আরও অনেকের উপকার হবে।
বিদ্রঃ আগেই বলেনিচ্ছি আমি হিরেনবুট সিডির ওয়েব সাইট থেকে এটি সিখেছি। এবং বাস্তবে নিজে করেছি।
প্রথমেই এই লিংক থেকে(http://download696.mediafire.com/vprt3mnwi1ig/664keazj0bau5fu/usb+booting+file.rar) রার ফাইলটি ডাউনলোড করে নিন। এর পর আনরার করুন। দুইটি পোর্টেবল সফ্টওয়ার পাবেন একটি ফরমেট করার জন্য অন্যটি বুটিং ফাইল হন্সটল করার জন্য।
প্রথমে usb format  সফ্টওয়ারটি রান করুন

usbformat U.S.B ডিভাইসের মাধ্যমে হিরেনবুট সিডি বুট করার পদ্ধতি শিখে রাখুন। | Techtunes

তারপর চিত্রের অনুযয়ী start এ ক্লিক করুন।
প্রোগ্রামটি ক্লোজ করুন। তারপর grubinst সফ্টওয়ারটি রান করুন

grubinst U.S.B ডিভাইসের মাধ্যমে হিরেনবুট সিডি বুট করার পদ্ধতি শিখে রাখুন। | Techtunes 

grubinst U.S.B ডিভাইসের মাধ্যমে হিরেনবুট সিডি বুট করার পদ্ধতি শিখে রাখুন। | Techtunes


তারপর চিত্রের অনুযয়ী সব কনফিগারেশন ঠিক করে ইন্সটল এ ক্লিক করুন।
এবার হিরেনবুট সিডির iso file win rar এর মাধ্যমে extract করে সবগুলো ফাইল pendrive এ কপি করুন।

usbboot2 U.S.B ডিভাইসের মাধ্যমে হিরেনবুট সিডি বুট করার পদ্ধতি শিখে রাখুন। | Techtunes

কাজ শেষ। কম্পিউটারটি রিস্ট্রাট করুন।
এবার দেখুন আপনার হিরেনবুট সিডি বুট করবে।

জীবন্ত করে তুলুন আপনার ডেস্কটপ ওয়ালপেপার

সকল টেকিকে সালাম।একঘেয়ে ডেক্সটপ দেখে দেখে যারা বিরক্ত তাদের জন্য আমার এই পোস্ট।প্রানবন্ত করে তুলুন আপনার ডেস্কটপ,দিন ওয়াটার ইফেক্ট সাথে ঢেউ আর বৃষ্টির ইফেক্ট এবং এ সব কিছুই ১.১৯ মেগাবাইটের একটিমাত্র সফটওয়ার এর সাহায্যে।নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে ইন্সটল করুন।এরপর সাথে দেয়া সিরিয়াল কী দিয়ে ফুল ভার্সন করে নিন।আশাকরি সবার ভাল লাগবে।বরাবরের মত রিপোস্ট হলে ক্ষমাপ্রার্থি।সবাই সুস্থ থাকুন।
এইখানে ক্লিক করুন

কোন প্লেয়ার ছাড়া গান শুনুন ও ভিডিও দেখুন

প্রথমে  এখান থেকে ডাউনলোড করুন এর ফাইলটি আনজিপ করুন (WinRar দিয়ে)। আনজিপ করার পর AudioVideo_To_Exe উপর ডাবল কিল্ক করলে রান হবে এবং Continue কিল্ক করুন তারপর Audio-Video_To_Exe রান হবে। File থেকে Open করে আপনার পছন্দের গান বা ভিডিও সিলেক্ট করে দিন। Converter থেকে Create.exe সিলেক্ট করলে একটি মেনু আসবে সেখান থেকে Regular সিলেক্ট করা অবস্থায় ok বাটনে কিল্ক করলে আপনার গান বা ভিডিও converter হয়ে যাবে।

বৃহস্পতিবার, ৫ মে, ২০১১

আমি আজ যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হয়ত অনেকেরই জানা। কিন্তু যারা জানেন না আশা করি তারা উপকৃত হবেন। অনেক সময় হয়তো আমাদের উইন্ডোজ এক্সপি এর প্রডাক্ট কী সাথে থাকে না বা মুখস্থ থাকে না। তখন ওএস সেটাপ দিতে গেলে আমাদের অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তবে আপনি চাইলে খুব সহজেই উইন্ডোজের সিডি থেকে সিরিয়াল কি বের করতে পারেন। এর জন্য আপনাকে যা যা করতে হবেঃ
১। প্রথমে পিসিতে Windows XP এর CD প্রবেশ করান।
২। তারপর My Computers ওপেন করুন।

Xp Product Key

৩। আপনার CD ড্রাইভ ওপেন করুন। (ডাবল ক্লিক করবেন না)।

Xp Product Key (1)


Xp Product Key (2)

৪। এখান থেকে I368 ফোল্ডার এর উপর রাইট বাটন ক্লিক করে search এ ক্লিক করুন।

Xp Product Key (3)

৫। search এর ঘরে UNATTEND টাইপ করে search এ ক্লিক করুন।
৬। UNATTEND  ফাইলটা ওপেন করুন।

Xp Product Key (4)

৭। এই পেজের একেবারে শেষে Windows XP এর প্রডাক্ট কী টা পেয়ে যাবেন।

Xp Product Key (5)

লেখাটা ভাল লাগুক আর নাই লাগুক অবশ্যই মন্তব্য করবেন। আপনাদের মন্তব্যের আশায় থাকলাম।