শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১১

কম্পিউটারের গতি বাড়ানোর ছোট্ট একটা টিপস

Categories:

কম্পিউটার ভার্চুয়াল মেমরির এক অংশ পেইজিং ফাইল হিসেবে ব্যবহার করে। পেইজিং ফাইল হচ্ছে হার্ড ডিস্ক এর একটা অংশ যা র‍্যাম হিসেবে ব্যবহার হয়। এখন আপনি যদি পেইজিং ফাইল এরিয়া বাড়িয়ে নেন তাহলে আপনার কম্পিউটারের Performances  ও বেড়ে যাবে। যদিও ডিপল্ট ভাবে আপনার C (রুট) ড্রাইবের একটা অংশ পেইজিং ফাইল হিসেবে ব্যবহার হয়।
এটি বাড়াতে Computer Properties / System Properties এ যান এবং Advance নির্বাচন করুন।

System performness by TechTweets কম্পিউটারের গতি বাড়ানোর ছোট্ট একটা টিপস    | Techtunes

এখানের Performance থেকে Setting সিলেক্ট করুন। এবং পরে Advance এ ক্লিক করুন।

Performness Option কম্পিউটারের গতি বাড়ানোর ছোট্ট একটা টিপস    | Techtunes

এখনের Virtual Memory থেকে Setting সিলেক্ট করুন। তাহলে নিচের মত অপশন আসবে।

Vertual memory by TechTweets কম্পিউটারের গতি বাড়ানোর ছোট্ট একটা টিপস    | Techtunes

এবার নিজে ইচ্ছে মত বাড়িয়ে নিন আপনার Virtual Memory. আপনার C ড্রাইভে যদি যায়গা না থাকে তাহলে অন্য ড্রাইভ সিলেক্ট করুন।
ধন্যবাদ সবাইকে।

Spread The Love, Share Our Article

Related Posts

No Response to "কম্পিউটারের গতি বাড়ানোর ছোট্ট একটা টিপস"

একটি মন্তব্য পোস্ট করুন