সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০১১

Pocket Sensor, পকেটে মোবাইল রাখলে ডিসপ্লের বাতি সয়ংক্রিয়ভাবে নিভে যাবে !!! (Symbian 5th Edition)

Categories:

আজকে আমি আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ সফট্ওয়ার উপহার দেব। সফট্ওয়ারটির নাম হল Pocket Sensor। যার সাহায্যে আপনি আপনার মোবাইলটি পকেটে রাখলেই অটোমেটিকভাবে ডিসপ্লের বাতি নিভে যাবে। আর ডিসপ্লের বাতি নিভে যাওয়া মানেই তখন Touch আর কাজ করবে না। মানে এককথায় Lock হয়ে যাবে।

প্রথমে নিচের লিংকটি থেকে সফট্ওয়ারটি ডাউনলোড করে নিনঃ

http://www.mediafire.com/download.php?x2fa67ptb6426q2

সফট্ওয়ারটি যেভাবে কাজ করেঃ

সফট্ওয়ারটি আপনার মোবাইলে ইন্সটল করার পর এটিকে চালু করুন। নিচের মত একটি উইনডো আসবে এবং তাতে উপরে দেখুন “Off” করা আছে। সেগুলোকে “On” করে দিন। আপনি চাইলে “Beep” অপশনটি Off করে রাখতে পারেন।

scr000082f Pocket Sensor, পকেটে মোবাইল রাখলে ডিসপ্লের বাতি সয়ংক্রিয়ভাবে নিভে যাবে !!! (Symbian 5th Edition) | Techtunes


এবার অপশনে গিয়ে সফট্ওয়ারটিকে “Hide” করুন।

scr000083 Pocket Sensor, পকেটে মোবাইল রাখলে ডিসপ্লের বাতি সয়ংক্রিয়ভাবে নিভে যাবে !!! (Symbian 5th Edition) | Techtunes


এখন আপনার মোবাইলটিকে পকেটে রাখুন দেখবে অটোমেটিক বাতি নিভে গেছে।

বন্ধ করবেন যেভাবেঃ

সফট্ওয়ারটি চালু করলে উপরে দেখবেন “On” করা আছে। সেগুলো “Off” করে দিন।

scr000084 Pocket Sensor, পকেটে মোবাইল রাখলে ডিসপ্লের বাতি সয়ংক্রিয়ভাবে নিভে যাবে !!! (Symbian 5th Edition) | Techtunes


********************************************************
বর্তমানের প্রতিটি টাচ মোবাইলেই প্রায় সেন্সর যুক্ত করা থাকে। আপনি সফট্ওয়ারটি চালু করে সেন্সরে হাত দিলেও কিন্তু ডিসপ্লের বাতিটি নিভবে আবার ছেড়ে দিলে জ্বলে উঠবে। তাছাড়াও আপনারা লক্ষ্য করে দেখবেন যে, সফট্ওয়ার না থাকাতেও আপনি যখন মোবাইলে কারো সাথে কথা বলতেন তখন আপনি ফোনটি কানে লাগার সাথে সাথে বাতিটি নিভে যেত এবং যখন কান থেকে ফোনটি নামাতেন তখন আবার বাতিটি জ্বলে উঠত। সেন্সরগুলি সাধারণত সেটটির উপরে স্পিকারের পাশে থাকে।

Spread The Love, Share Our Article

Related Posts

No Response to "Pocket Sensor, পকেটে মোবাইল রাখলে ডিসপ্লের বাতি সয়ংক্রিয়ভাবে নিভে যাবে !!! (Symbian 5th Edition)"

একটি মন্তব্য পোস্ট করুন