সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০১১

Pocket Sensor, পকেটে মোবাইল রাখলে ডিসপ্লের বাতি সয়ংক্রিয়ভাবে নিভে যাবে !!! (Symbian 5th Edition)

আজকে আমি আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ সফট্ওয়ার উপহার দেব। সফট্ওয়ারটির নাম হল Pocket Sensor। যার সাহায্যে আপনি আপনার মোবাইলটি পকেটে রাখলেই অটোমেটিকভাবে ডিসপ্লের বাতি নিভে যাবে। আর ডিসপ্লের বাতি নিভে যাওয়া মানেই তখন Touch আর কাজ করবে না। মানে এককথায় Lock হয়ে যাবে। প্রথমে নিচের লিংকটি থেকে সফট্ওয়ারটি ডাউনলোড করে নিনঃ http://www.mediafire.com/download.php?x2fa67ptb6426q2 সফট্ওয়ারটি...

সারা জীবন তো মোবাইল থিম ডাউনলোড করে use করলেন,আসুন আজ থেকে নিজেরা বানাই নিজেদের মোবাইল থিম (ONLY FOR NOKIA,ANY SERIS)

প্রথমে সফট-টি ডাউনলোড করুন এখান থেকে।তারপর সেটাপ দিন।ডে্সক-টপ থেকে ওপেন করুন ১-ব্রাউজ করে দেখিয়ে দিন কোথায় আপনার কাজ কোথায় সেভ করবেন।তারপর OK কিলিক করে কাজ শুরু করুন । ২-Creat Theme এ click করুন(লাল দাগ দেয়া আইকন) ৩-এখান থেকে Select করুন mobile phone টা কোন সিরিজ এর।Theme name এ যে কোন নাম দিন ।   ৫-লাল বকস থেকে ইঞ্ছে মত পরিবতন করুন  ৬-পরিবতন করা শেশ হলে...

কম্পিউটারের বিরক্তিকর Error মেজেস বন্ধ করুন

আপনার কম্পিউটারে কোন সমস্যা থাকলে তা সমাধান করার জন্য কম্পিউটার একটা Error Report দেয়। কোন প্রোগ্রাম সঠিক ভাবে আনইনস্টল হলে বা ঠিক মত কাজ নাকরলে ও Error Report দেয়।  কিন্তু অনেক সময় কোন বড় সমস্যা না থাকলে ও এ মেসেজ দেখায় যা খুবি বিরক্তি কর। আপনি ইচ্ছে করলে এ বিরক্তি কর মেসেজ দেওয়া বন্ধ করতে পারেন নিচের ধাপ গুলো অনুসরন করেঃ আপনার কম্পিউটারের Properties বা System Properties...

শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১১

Autorun এর কারণে ড্রাইভ খুলতে সমস্যা হলে করণীয়

উইন্ডোজ অপারেটিং সিস্টেম যারা ব্যবহার করেন ভাইরাস তাদের নিত্যদিনের সঙ্গী। এর থেকে পরিত্রাণের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি। তবুও এটি আমাদের পিছু ছাড়ে না। এখন আসি মূল কথায়। অটোরান ভাইরাস একটি বিরক্তিকর ভাইরাস। কারণ এটির কারণে ড্রাইভে দু’বার ক্লিক করলে খোলে না। উল্টো অটোরান মেনু আসে। যা আসলেই বিরক্তিকর। এখন আপনার সিস্টেম যদি অটোরান ভাইরাসের হাতে পড়ে তখন কি করবেন? আপনি...

কম্পিউটারের গতি বাড়ানোর ছোট্ট একটা টিপস

কম্পিউটার ভার্চুয়াল মেমরির এক অংশ পেইজিং ফাইল হিসেবে ব্যবহার করে। পেইজিং ফাইল হচ্ছে হার্ড ডিস্ক এর একটা অংশ যা র‍্যাম হিসেবে ব্যবহার হয়। এখন আপনি যদি পেইজিং ফাইল এরিয়া বাড়িয়ে নেন তাহলে আপনার কম্পিউটারের Performances  ও বেড়ে যাবে। যদিও ডিপল্ট ভাবে আপনার C (রুট) ড্রাইবের একটা অংশ পেইজিং ফাইল হিসেবে ব্যবহার হয়। এটি বাড়াতে Computer Properties / System Properties এ যান...

আপনার মোবাইলে আরও সহজে বাংলা লিখুন এবং দেখুন।

 আজকে আমি একটি টিউন করতে যাচ্ছি সেটা হল নকিয়া s60v5  এবংs 60v3 সেট গুলোতে কিভাবে বাংলা লিখবেন এবং দেখবেন সে সম্পর্কিত।অবশ্য এরকম আরও অনেক টিউন আগেও হয়েছে আমি জানি। কিন্তু টিউন গুলোতে পুরপুরি বুঝতে পারছিলামনা যে কি বলতে চেয়েছেন।এই জন্যই আমার এই টিউনটি করা।আরও ক্লিয়ারলি বোঝার জন্য।প্রথমে আপনাকে vrinda নামক ফন্টটি ডাউনলোড করুতে হবে।তারপরের কাজগুলো করতে হবে যে কোন ফাইল এক্সোরার...

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১১

মোবাইল দিয়েই চালান আপনার কম্পিউটার। চমকে দিন সবাইকে।

আমি আজকে একটি সফটওয়ার নিয়ে লিখব যেটা দিয়ে আপনার যে কোন Bluetooth+Java সাপোর্টেড সেট দিয়ে আপনার কম্পিউটারটিতে গান চালাতে পারবেন, ফাইল ব্রাউজ করতে পারবেন, সাটডাউন/রিষ্টার্ট করতে পারবেন এমনকি পুরো ডেক্সটপটাই হু্বহু আপনার মোবাইলের স্ক্রীনে দেখতে পাবেন। সেইসাথে আপনার সেটের জয়ষ্টিক/নেভিগেশন কি দিয়ে মাউস পয়েন্টার পরিচালনা+ক্লিক করতে পারবেন। এক কথায় আপনি যদি এই সফটওয়ারটি সম্পর্কে না জেনে...

বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১১

৩০ সেকেন্ডে আনলক করুন নকিয়া ফোন

আজকে আমি বলবো মাত্র ১ মে.বা.-এর একটা ছোট্ট সফটওয়ার দিয়ে কিভাবে নকিয়া ফোনের অজানা পাসওয়ার্ড বের করা যায়। প্রথমেই বলে রাখি এই পদ্ধতি শুধুমাত্র নকিয়া BB5 ফোনের জন্য প্রযোজ্য। ( BB5 ফোন মডেলগুলোর list পরে দেয়া আছে ) যা যা প্রয়োজনঃ ১. নকিয়া BB5 ফোন ২. USB ডাটা কেবল ৩. Nokia BB5 USB Utility ( ডাউনলোড ) ৪. Nokia Pc Suit ( ডাউনলোড ) ৫. DotNetFramework 2.0 or higher ( ডাউনলোড ) যেভাবে...