সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০১১

Pocket Sensor, পকেটে মোবাইল রাখলে ডিসপ্লের বাতি সয়ংক্রিয়ভাবে নিভে যাবে !!! (Symbian 5th Edition)

আজকে আমি আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ সফট্ওয়ার উপহার দেব। সফট্ওয়ারটির নাম হল Pocket Sensor। যার সাহায্যে আপনি আপনার মোবাইলটি পকেটে রাখলেই অটোমেটিকভাবে ডিসপ্লের বাতি নিভে যাবে। আর ডিসপ্লের বাতি নিভে যাওয়া মানেই তখন Touch আর কাজ করবে না। মানে এককথায় Lock হয়ে যাবে।

প্রথমে নিচের লিংকটি থেকে সফট্ওয়ারটি ডাউনলোড করে নিনঃ

http://www.mediafire.com/download.php?x2fa67ptb6426q2

সফট্ওয়ারটি যেভাবে কাজ করেঃ

সফট্ওয়ারটি আপনার মোবাইলে ইন্সটল করার পর এটিকে চালু করুন। নিচের মত একটি উইনডো আসবে এবং তাতে উপরে দেখুন “Off” করা আছে। সেগুলোকে “On” করে দিন। আপনি চাইলে “Beep” অপশনটি Off করে রাখতে পারেন।

scr000082f Pocket Sensor, পকেটে মোবাইল রাখলে ডিসপ্লের বাতি সয়ংক্রিয়ভাবে নিভে যাবে !!! (Symbian 5th Edition) | Techtunes


এবার অপশনে গিয়ে সফট্ওয়ারটিকে “Hide” করুন।

scr000083 Pocket Sensor, পকেটে মোবাইল রাখলে ডিসপ্লের বাতি সয়ংক্রিয়ভাবে নিভে যাবে !!! (Symbian 5th Edition) | Techtunes


এখন আপনার মোবাইলটিকে পকেটে রাখুন দেখবে অটোমেটিক বাতি নিভে গেছে।

বন্ধ করবেন যেভাবেঃ

সফট্ওয়ারটি চালু করলে উপরে দেখবেন “On” করা আছে। সেগুলো “Off” করে দিন।

scr000084 Pocket Sensor, পকেটে মোবাইল রাখলে ডিসপ্লের বাতি সয়ংক্রিয়ভাবে নিভে যাবে !!! (Symbian 5th Edition) | Techtunes


********************************************************
বর্তমানের প্রতিটি টাচ মোবাইলেই প্রায় সেন্সর যুক্ত করা থাকে। আপনি সফট্ওয়ারটি চালু করে সেন্সরে হাত দিলেও কিন্তু ডিসপ্লের বাতিটি নিভবে আবার ছেড়ে দিলে জ্বলে উঠবে। তাছাড়াও আপনারা লক্ষ্য করে দেখবেন যে, সফট্ওয়ার না থাকাতেও আপনি যখন মোবাইলে কারো সাথে কথা বলতেন তখন আপনি ফোনটি কানে লাগার সাথে সাথে বাতিটি নিভে যেত এবং যখন কান থেকে ফোনটি নামাতেন তখন আবার বাতিটি জ্বলে উঠত। সেন্সরগুলি সাধারণত সেটটির উপরে স্পিকারের পাশে থাকে।

সারা জীবন তো মোবাইল থিম ডাউনলোড করে use করলেন,আসুন আজ থেকে নিজেরা বানাই নিজেদের মোবাইল থিম (ONLY FOR NOKIA,ANY SERIS)

প্রথমে সফট-টি ডাউনলোড করুন এখান থেকে।তারপর সেটাপ দিন।ডে্সক-টপ থেকে ওপেন করুন

11 সারা জীবন তো মোবাইল থিম ডাউনলোড করে use করলেন,আসুন আজ থেকে নিজেরা বানাই নিজেদের মোবাইল থিম (ONLY FOR NOKIA,ANY SERIS) | Techtunes
১-ব্রাউজ করে দেখিয়ে দিন কোথায় আপনার কাজ কোথায় সেভ করবেন।তারপর OK কিলিক করে কাজ শুরু করুন ।

2 সারা জীবন তো মোবাইল থিম ডাউনলোড করে use করলেন,আসুন আজ থেকে নিজেরা বানাই নিজেদের মোবাইল থিম (ONLY FOR NOKIA,ANY SERIS) | Techtunes

২-Creat Theme এ click করুন(লাল দাগ দেয়া আইকন)


3 সারা জীবন তো মোবাইল থিম ডাউনলোড করে use করলেন,আসুন আজ থেকে নিজেরা বানাই নিজেদের মোবাইল থিম (ONLY FOR NOKIA,ANY SERIS) | Techtunes

৩-এখান থেকে Select করুন mobile phone টা কোন সিরিজ এর।Theme name এ যে কোন নাম দিন ।

5 সারা জীবন তো মোবাইল থিম ডাউনলোড করে use করলেন,আসুন আজ থেকে নিজেরা বানাই নিজেদের মোবাইল থিম (ONLY FOR NOKIA,ANY SERIS) | Techtunes 

৫-লাল বকস থেকে ইঞ্ছে মত পরিবতন করুন

6 সারা জীবন তো মোবাইল থিম ডাউনলোড করে use করলেন,আসুন আজ থেকে নিজেরা বানাই নিজেদের মোবাইল থিম (ONLY FOR NOKIA,ANY SERIS) | Techtunes

 ৬-পরিবতন করা শেশ হলে উপরের ছবির লাল দাগ দেয়া আইকন এ ক্লিক করুন।

7 সারা জীবন তো মোবাইল থিম ডাউনলোড করে use করলেন,আসুন আজ থেকে নিজেরা বানাই নিজেদের মোবাইল থিম (ONLY FOR NOKIA,ANY SERIS) | Techtunes

 ৭-উপরের ছবির মত উইন‌ডো আসবে ok দিন

8 সারা জীবন তো মোবাইল থিম ডাউনলোড করে use করলেন,আসুন আজ থেকে নিজেরা বানাই নিজেদের মোবাইল থিম (ONLY FOR NOKIA,ANY SERIS) | Techtunes

 ৮-next বাটন এ ক্লিক করুন

9 সারা জীবন তো মোবাইল থিম ডাউনলোড করে use করলেন,আসুন আজ থেকে নিজেরা বানাই নিজেদের মোবাইল থিম (ONLY FOR NOKIA,ANY SERIS) | Techtunes

 ৯-এখন আপনার সাইন করে থিম টা তৈরী করতে হবে ।এ জন্য ১ টা .key file এবং ১ টা .cer file তৈরী করতে হবে ।যা একটু ঝামেলার তাই আমি তৈরী uplode করে দিলাম।.key file &.cer file এখান  থেকে downlode করুন  ।modify অংশে ক্লিক করে .key file &.cer file পাথ দেখিয়ে দিন।key pair নাম এর ঘরে TOWHID IMAM লিখুন।কাজ শেষ।

10 সারা জীবন তো মোবাইল থিম ডাউনলোড করে use করলেন,আসুন আজ থেকে নিজেরা বানাই নিজেদের মোবাইল থিম (ONLY FOR NOKIA,ANY SERIS) | Techtunes

 ১০-আপনার থিম তৈরী হয়ে গেল।phone আপনার pc তে connect থাকলে yes  আর না থাকলে no চাপুন।পরে থিম টি phone এ lode করে install করুন ।সবাই ভালো থাকবেন।আমার জন্য একটু দোয়া করবেন।

কম্পিউটারের বিরক্তিকর Error মেজেস বন্ধ করুন

আপনার কম্পিউটারে কোন সমস্যা থাকলে তা সমাধান করার জন্য কম্পিউটার একটা Error Report দেয়। কোন প্রোগ্রাম সঠিক ভাবে আনইনস্টল হলে বা ঠিক মত কাজ নাকরলে ও Error Report দেয়।  কিন্তু অনেক সময় কোন বড় সমস্যা না থাকলে ও এ মেসেজ দেখায় যা খুবি বিরক্তি কর। আপনি ইচ্ছে করলে এ বিরক্তি কর মেসেজ দেওয়া বন্ধ করতে পারেন নিচের ধাপ গুলো অনুসরন করেঃ
আপনার কম্পিউটারের Properties বা System Properties এ যান।
যা My Computer এর Properties এ পাবেন বা Control Panel থেকে ও যেতে পারেন।

Advacned Setting কম্পিউটারের বিরক্তিকর Error মেজেস বন্ধ করুন   | Techtunes

Advaned এ ক্লিক করুন। তার পর Error Reporting এ ক্লিক করুন। তাহলে নিচের মত আরেকটি উইন্ডো খুলবে।

Setting কম্পিউটারের বিরক্তিকর Error মেজেস বন্ধ করুন   | Techtunes

এখান থেকে Disable Error Reporting  রেডিও বাটন এ ক্লিক করুন। ইচ্ছে করলে কোন বড় ধরনের সমস্যা হলেও Error Reporting   বন্ধ রাখতে পারেন তার জন্য But notify me when critical errors occur এর পাশের টিক চিহ্ন উঠিয়ে দিন।
ধন্যবাদ সবাইকে।

শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১১

Autorun এর কারণে ড্রাইভ খুলতে সমস্যা হলে করণীয়

উইন্ডোজ অপারেটিং সিস্টেম যারা ব্যবহার করেন ভাইরাস তাদের নিত্যদিনের সঙ্গী। এর থেকে পরিত্রাণের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি। তবুও এটি আমাদের পিছু ছাড়ে না। এখন আসি মূল কথায়। অটোরান ভাইরাস একটি বিরক্তিকর ভাইরাস। কারণ এটির কারণে ড্রাইভে দু’বার ক্লিক করলে খোলে না। উল্টো অটোরান মেনু আসে। যা আসলেই বিরক্তিকর। এখন আপনার সিস্টেম যদি অটোরান ভাইরাসের হাতে পড়ে তখন কি করবেন? আপনি কি করেন? আপনি এরকম করেন যেমন- ড্রাইভকে এন্টিভাইরাস দ্বারা স্ক্যান দেন, তাই না। মজার বিষয় হল এটি এন্টিভাইরাস দ্বারা স্ক্যান করলেও কাজ হবে না। কারণ এন্টিভাইরাস এটিকে ধনতে পারেন। এখন উপায়? উপায় তো আছে, সমস্যা যখন আছে, উপায়ও আছে। এবার কাজে আসি। এর থেকে মুক্তি পেতে চান তাহলে এই ফাইলটি মুছে ফেলুন। কীভাবে সম্ভব?
তাহলে নিচের কাজটুকু করুন, তাহলেই হয়ে যাবে।

echo off
del“C:\autorun.inf”/F/Q
del“D:\autorun.inf”/F/Q
del“E:\autorun.inf”/F/Q
del“F:\autorun.inf”/F/Q
del“G:\autorun.inf”/F/Q
del“H:\autorun.inf”/F/Q
del“H:\autorun.inf”/F/Q
pause
উপরের কোডটি কপি করে নোটপ্যাডে পেষ্ট করুন এবং delete.bat লিখে সংরক্ষণ করুন।
ব্যস কাজ শেষ। এবার ফাইলটি চালু করুন ও সিস্টেম রিস্টার্ট দিন। তাহলে আর ড্রাইভে অটোরান ভাইরাস সমস্যা করবে না।

কম্পিউটারের গতি বাড়ানোর ছোট্ট একটা টিপস

কম্পিউটার ভার্চুয়াল মেমরির এক অংশ পেইজিং ফাইল হিসেবে ব্যবহার করে। পেইজিং ফাইল হচ্ছে হার্ড ডিস্ক এর একটা অংশ যা র‍্যাম হিসেবে ব্যবহার হয়। এখন আপনি যদি পেইজিং ফাইল এরিয়া বাড়িয়ে নেন তাহলে আপনার কম্পিউটারের Performances  ও বেড়ে যাবে। যদিও ডিপল্ট ভাবে আপনার C (রুট) ড্রাইবের একটা অংশ পেইজিং ফাইল হিসেবে ব্যবহার হয়।
এটি বাড়াতে Computer Properties / System Properties এ যান এবং Advance নির্বাচন করুন।

System performness by TechTweets কম্পিউটারের গতি বাড়ানোর ছোট্ট একটা টিপস    | Techtunes

এখানের Performance থেকে Setting সিলেক্ট করুন। এবং পরে Advance এ ক্লিক করুন।

Performness Option কম্পিউটারের গতি বাড়ানোর ছোট্ট একটা টিপস    | Techtunes

এখনের Virtual Memory থেকে Setting সিলেক্ট করুন। তাহলে নিচের মত অপশন আসবে।

Vertual memory by TechTweets কম্পিউটারের গতি বাড়ানোর ছোট্ট একটা টিপস    | Techtunes

এবার নিজে ইচ্ছে মত বাড়িয়ে নিন আপনার Virtual Memory. আপনার C ড্রাইভে যদি যায়গা না থাকে তাহলে অন্য ড্রাইভ সিলেক্ট করুন।
ধন্যবাদ সবাইকে।

আপনার মোবাইলে আরও সহজে বাংলা লিখুন এবং দেখুন।

 আজকে আমি একটি টিউন করতে যাচ্ছি সেটা হল নকিয়া s60v5  এবংs 60v3 সেট গুলোতে কিভাবে বাংলা লিখবেন এবং দেখবেন সে সম্পর্কিত।অবশ্য এরকম আরও অনেক টিউন আগেও হয়েছে আমি জানি। কিন্তু টিউন গুলোতে পুরপুরি বুঝতে পারছিলামনা যে কি বলতে চেয়েছেন।এই জন্যই আমার এই টিউনটি করা।আরও ক্লিয়ারলি বোঝার জন্য।
প্রথমে আপনাকে vrinda নামক ফন্টটি ডাউনলোড করুতে হবে।
তারপরের কাজগুলো করতে হবে যে কোন ফাইল এক্সোরার দিয়ে ।এরজন্য সবথেকে ভাল হবে y-browser অথবা আপনার মোবাইলে যদি netqin এর m guard v3.0 থাকে তাহলে সেটা দিয়েও ফাইল এক্সপ্লোর করতে পারেন । (y-browser অথবা netqin  m guard v3.0 ডাউনলোড করুন।)
এবার স্ক্রীনশট গুলোর দিকে লক্ষ করুন।

Scr000001 আপনার মোবাইলে আরও সহজে বাংলা লিখুন এবং দেখুন। | Techtunes

এবার y-browser টি ওপেন করুন।

Scr000002 আপনার মোবাইলে আরও সহজে বাংলা লিখুন এবং দেখুন। | Techtunes

Z: ডিস্কটি খুলুন।

Scr000003 আপনার মোবাইলে আরও সহজে বাংলা লিখুন এবং দেখুন। | Techtunes

resource ফাইলটি ওপেন করুন।

Scr000004 আপনার মোবাইলে আরও সহজে বাংলা লিখুন এবং দেখুন। | Techtunes

এবং  fonts এ ক্লিক  করুন।

Scr000005 আপনার মোবাইলে আরও সহজে বাংলা লিখুন এবং দেখুন। | Techtunes

এবার এখানে যা যা লেখা আছে। (অর্থাৎ আপনার সেটে )  হবহু সেগুলি একটি সাদা খাতায় নোট করুন।এবার ডাউনলোড কৃত vrinda ফন্টটি চারটি কপি করুন (কিছু কিছু সেটে বেশিও থাকতে পারে) এবং এখানে যেমন আছে সেরকম চারটি ফন্ট বানান। অক্ষর, নাম্বা, ttf, সহ।   এবার back এ যান।

Scr000006 আপনার মোবাইলে আরও সহজে বাংলা লিখুন এবং দেখুন। | Techtunes

এখন  E: ডিস্কটি ওপেন করুন।

Scr000007 আপনার মোবাইলে আরও সহজে বাংলা লিখুন এবং দেখুন। | Techtunes

এবং resource ফাইলটি ওপেন করুন।

এবং resource ফাইলটি ওপেন করুন।
Scr000008 আপনার মোবাইলে আরও সহজে বাংলা লিখুন এবং দেখুন। | Techtunes

যদি আগে থেকে fonts ফাইল না থাকে তাহলে তৈরি করে নিন।এবং ওপেন করুন।

Scr000009 আপনার মোবাইলে আরও সহজে বাংলা লিখুন এবং দেখুন। | Techtunes

এবার সেই চারটি ফন্ট কপি করে এই ফাইলে পেস্ট করুন। এবং আপনার মোবাইলটি রিস্টার্ট করুন ।

Scr000011 আপনার মোবাইলে আরও সহজে বাংলা লিখুন এবং দেখুন। | Techtunes

এবার দেখুন আপনার মোবাইলে স্পষ্ট বাংলা দেখা/লেখা  যাচ্ছে ।

Scr000012 আপনার মোবাইলে আরও সহজে বাংলা লিখুন এবং দেখুন। | Techtunes

বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১১

মোবাইল দিয়েই চালান আপনার কম্পিউটার। চমকে দিন সবাইকে।

আমি আজকে একটি সফটওয়ার নিয়ে লিখব যেটা দিয়ে আপনার যে কোন Bluetooth+Java সাপোর্টেড সেট দিয়ে আপনার কম্পিউটারটিতে গান চালাতে পারবেন, ফাইল ব্রাউজ করতে পারবেন, সাটডাউন/রিষ্টার্ট করতে পারবেন এমনকি পুরো ডেক্সটপটাই হু্বহু আপনার মোবাইলের স্ক্রীনে দেখতে পাবেন। সেইসাথে আপনার সেটের জয়ষ্টিক/নেভিগেশন কি দিয়ে মাউস পয়েন্টার পরিচালনা+ক্লিক করতে পারবেন। এক কথায় আপনি যদি এই সফটওয়ারটি সম্পর্কে না জেনে থাকেন তবে এটা আপনার জন্য একটি মহা চমক।
আমি এটা অনেকদিন ধরেই ব্যবহার করছি। ছোটখাট কাজ যেমন লোডশেডিংএর সময় ইউপিএসে CRT মনিটর চালু হবেনা। আমি শুধু সিপিইউ ও প্রিন্টার চালু করেই ছোটখাট প্রিন্ট এর কাজ সারতে পারি। আবার এটার অপব্যবহারও আছে। একজন আমার পিসিতে গান শুনছে। আমি বাইরে বসে আমার কাজ (!!!) করছি। সে বলছে ভাইয়া তোমার কম্পিউটার এরকম করছে ক্যান? আমি বললাম ভুতে icon biggrin মোবাইল দিয়েই চালান আপনার কম্পিউটার। চমকে দিন সবাইকে। | Techtunes ধরেছে।
চলুন প্রথমেই সফটওয়ারটি ডাউনলোড করি। ডাউনলোড করতে…………. ও হাঁ তার আগে আপনি দৌড়ে মার্কেটে যান। ১৩০-২০০ টাকার মধ্যে একটি Bluetooth ডিভাইস কিনে আনেন।  কম্পিউটার অথবা মোবাইলের দোকানেই পাবেন। যদি আপনার আগে থেকেই থাকে তবে কোন সমস্যা নাই। আপনার নিজস্ব কিছু কাজ সেরে নিন যেমন Bluetooth ডিভাইসটির ড্রাইভার+অ্যাপ্লিকেশন ইনষ্টল, সেট কানেক্ট করা ইত্যাদি। এবার ডাউনলোড করুন ইনষ্টল করুন। সেটাপ হবার পর টাক্সবারের কোনায় এরকম চিন্থ দেখতে পাবেন।

newpicturelp মোবাইল দিয়েই চালান আপনার কম্পিউটার। চমকে দিন সবাইকে। | Techtunes

সেখানে ক্লিক করে Install Phone Client এ ক্লিক করুন। যে জাভা সফটওয়ার দুটি দেখাবে এর একটিকে আপনার মোবাইলে ইনষ্টল করুন।
এবার মোবাইলে সফটওয়ারটি চালু করুন। তারপর Search এ ক্লিক করে কানেক্ট করুন। কানেক্ট হলে আপনি নিচের অপশনগুলো দেখতে পাবেন।

newpicture1copy মোবাইল দিয়েই চালান আপনার কম্পিউটার। চমকে দিন সবাইকে। | Techtunes

এবার বেছে নিন আপনি কোনটা চান আর সেটা ব্যাবহার করুন । এর মধ্যে Mouse Controllar সিলেক্ট করলে আপনি আপনার ডেক্সটপটিকেই মোবাইলের মনিটরে দেখতে পাবেন। অ্যারো কি/জয়স্টিক দিয়ে মাউস অপারেট করুন। ল্যান্ডস্কেপ করতে চাইলে # বাটন চাপুন। । এবার মনিটরটি বন্ধ করে সবাইকে চমকে দিন। কারন আপনার মোবাইলটাই যে কম্পিউটার হয়ে গেছে!!
***সফটওয়ারটি চালানোর সময় .net fremwork চাইতে পারে। যদি চায় তবে এখান থেকে ডাউনলোড করে সেটাপ দিয়ে নিন।

বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১১

৩০ সেকেন্ডে আনলক করুন নকিয়া ফোন

আজকে আমি বলবো মাত্র ১ মে.বা.-এর একটা ছোট্ট সফটওয়ার দিয়ে কিভাবে নকিয়া ফোনের অজানা পাসওয়ার্ড বের করা যায়। প্রথমেই বলে রাখি এই পদ্ধতি শুধুমাত্র নকিয়া BB5 ফোনের জন্য প্রযোজ্য।
( BB5 ফোন মডেলগুলোর list পরে দেয়া আছে )

যা যা প্রয়োজনঃ
১. নকিয়া BB5 ফোন
২. USB ডাটা কেবল
৩. Nokia BB5 USB Utility ( ডাউনলোড )
৪. Nokia Pc Suit ( ডাউনলোড )
৫. DotNetFramework 2.0 or higher ( ডাউনলোড )
যেভাবে করতে হবেঃ
১. আপনার ফোন মডেলের জন্য উপযুক্ত Pc Suit ডাউনলোড করুন Nokia Site থেকে এবং Install করুন। ( আগেই ইন্সটল করা থাকলেও চলবে )
২. Dotnet framework 2.0 ডাউনলোড করে ইন্সটল করুন।( Windows Vista হলে দরকার নাই)
৩. Nokia BB5 USB Utility ডাউনলোড করুন। এটা portable বিধায় ইন্সটলের ঝামেলা নাই।
৪. এবার আপনার ফোনটি USB cable দিয়ে Nokia Mode-এ Pc-এর সাথে Connect করুন।
৫. সবগুলো ড্রইভার ( usb modem, oebx, phone parent etc.) ইন্সটল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৬. USB cable খুলে নিন
৭. Pc Suite exit করুন।( কারন pc suite চালু থাকলে এটা usb connection busy রাখবে। এখানে pc suite একটাই হেল্প করবে, তা হলো ফোনের ড্রাইভার install করা।)
৮. USB cable Connect করুন
৯. Nokia BB5 USB Utility চালু করুন।
১০. Pop-up মেনু থেকে “Read Security Code” select করুন।
১১. DO JOB-এ click করুন। ব্যাস হয়ে গেল !
যে মডেলগুলো সাপোর্ট করেঃ
(Clrl+F চেপে আপনার মডেলটি search করুন)
Nokia 3109 Classic ,Nokia 3109 Classic, Nokia 3110 Classic,Nokia 3120 Classic
Nokia 3250        Nokia 3500 Classic        Nokia 3500 Classic        Nokia 3600 Slide
Nokia 5000        Nokia 5000        Nokia 5200        Nokia 5200
Nokia 5220 XpressMusic    Nokia 5300 XpressMusic    Nokia 5300 XpressMusic    Nokia 5310 XpressMusic
Nokia 5310 XpressMusic    Nokia 5320 XpressMusic    Nokia 5500        Nokia 5500 Sport
Nokia 5610 XpressMusic    Nokia 5610 XpressMusic    Nokia 5700 XpressMusic    Nokia 5700 XpressMusic
Nokia 5710 XpressMusic    Nokia 5710 XpressMusic    Nokia 6085        Nokia 6085
Nokia 6086        Nokia 6110 Navigator    Nokia 6110 Navigator    Nokia 6120 Classic
Nokia 6120 Classic        Nokia 6121 Classic        Nokia 6124 Vodafone    Nokia 6125
Nokia 6126        Nokia 6126        Nokia 6131        Nokia 6131 NFC
Nokia 6133        Nokia 6133        Nokia 6133        Nokia 6135
Nokia 6136        Nokia 6136        Nokia 6151        Nokia 6210 Navigator
Nokia 6210 Navigator    Nokia 6210 Navigator    Nokia 6210 Navigator    Nokia 6212 Classic
Nokia 6220 Classic        Nokia 6220 Classic        Nokia 6233        Nokia 6233
Nokia 6234        Nokia 6267        Nokia 6270        Nokia 6280
Nokia 6282        Nokia 6288        Nokia 6290        Nokia 6300
Nokia 6300        Nokia 6300i        Nokia 6301        Nokia 6301
Nokia 6500 Classic        Nokia 6500 Classic        Nokia 6500 Slide        Nokia 6500 Slide
Nokia 6555        Nokia 6555 Classic        Nokia 6556 Classic        Nokia 6600 Fold
Nokia 6600 Slide        Nokia 6630        Nokia 6631 (NM850iG)    Nokia 6650 T-Mobile
Nokia 6680        Nokia 6681        Nokia 6682        Nokia 7310 Supernova
Nokia 7310 Supernova    Nokia 7370        Nokia 7373        Nokia 7390
Nokia 7500 Prism        Nokia 7500 Prism        Nokia 7510 Supernova    Nokia 7610 Supernova
Nokia 7900 Prism        Nokia 8600 Luna        Nokia 8800 Arte        Nokia E50
Nokia E50        Nokia E51        Nokia E51        Nokia E60
Nokia E61        Nokia E61i        Nokia E61i        Nokia E62
Nokia E65        Nokia E66        Nokia E66        Nokia E66
Nokia E70        Nokia E70        Nokia E71        Nokia E71
Nokia E71        Nokia E90 Communicator    Nokia E90 Communicator    Nokia N70
Nokia N70        Nokia N71        Nokia N71        Nokia N72
Nokia N73        Nokia N73        Nokia N75        Nokia N76
Nokia N76        Nokia N77        Nokia N77        Nokia N77
Nokia N78        Nokia N78        Nokia N78        Nokia N80
Nokia N80        Nokia N81        Nokia N81        Nokia N81
Nokia N82        Nokia N82        Nokia N90        Nokia N91
Nokia N91        Nokia N91        Nokia N91        Nokia N92
Nokia N92        Nokia N93        Nokia N93        Nokia N93i
Nokia N93i        Nokia N95        Nokia N95 8GB        Nokia N95 NAM
Nokia N95 8GB NAM    Nokia N95        Nokia N95        Nokia N96
Nokia NM705i (DoCoMo)